ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিয়েতনাম যাচ্ছেন পূজা, সঙ্গে ‘অনামিকা সাগরকন্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
ভিয়েতনাম যাচ্ছেন পূজা, সঙ্গে ‘অনামিকা সাগরকন্যা’ পূজা সেনগুপ্ত, ছবি: বাংলানিউজ

পূজা সেনগুপ্ত, জনপ্রিয় নৃত্যশিল্পী। তুরঙ্গমী রিপার্টরি ড্যান্স থিয়েটার নিয়েই তার যতো কর্মকাণ্ড। রবীন্দভারতী বিশ্ববিদ্যালয়ে ভরতনাট্যম নিয়ে পড়াশোনা করা পূজা সংগঠনটি নিয়ে এগিয়েছেন অনেক দূর। তাইতো আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। 

তুরঙ্গমীর সফল প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’। আবারো এই প্রযোজনা নিয়ে দেশের বাইরে যাচ্ছেন পূজা।

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক নৃত্যোৎসব ২০১৭’ থাকছে পূজা ও তাদের দলের পরিবেশনা। ১৬-২২ সেপ্টেম্বর ভিয়েতনাম সরকারের সংস্কৃতি, যুব ও পর্যটন মন্ত্রনালয়ের আয়োজনে নিন বিনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের তুরঙ্গমীর পাশাপাশি রাশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রিপাবলিক অব কোরিয়া, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, মিশর, ব্রুনেই, সিঙ্গাপুর, মিয়ানমার, জাপান, চীন, লাওস, ক্যাম্বোডিয়া ও স্বাগতিক দেশ ভিয়েতনামের পেশাদার ও মূল ধারার স্বনামধন্য নাচের দল নির্বাচিত হয়েছে।

এই আয়োজনে যোগ দিতে পূজা ১৫ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে ১০ জনের দল নিয়ে দেশ ছাড়ছেন। ভিয়েতনামে দুটি পরিবেশনা শেষ করে তারা দেশে ফিরবেন ২৩ সেপ্টেম্বর।

এ ব্যাপারে পূজা বাংলানিউজকে বলেছেন, “জানুয়ারিতে অনলাইনে ভিয়েতনাম সরকারের সংস্কৃতি, যুব ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়, সেখানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী আমরা বৃত্তান্তসহ আমাদের প্রযোজনার ভিডিও জমা দেই। জুন মাসে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আমাদের জানানো হয় যে, সম্মানিত আন্তর্জাতিক জুরি বোর্ডের বিবেচনায় আমাদের প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’ ও কোরিওগ্রাফি ‘রেজুলিউশন’ নির্বাচিত হয়েছে। ”

পূজা জানান, ২০১৪ সালে ‘অনামিকা সাগরকন্যা’ প্রযোজনাটি ব্যংককের ‘ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল অব পারফর্মেন্স আর্টস’-এ সরাসরি প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছিলো। দেশ ও বিদেশে বিভিন্ন সম্মানজনক আয়োজনে এ পর্যন্ত প্রযোজনাটির মঞ্চায়ন হয়েছে ১২ বার। এর মূল ভাবনা, পাণ্ডুলিপি, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন পূজা সেনগুপ্ত।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।