তুরঙ্গমীর সফল প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’। আবারো এই প্রযোজনা নিয়ে দেশের বাইরে যাচ্ছেন পূজা।
এই আয়োজনে যোগ দিতে পূজা ১৫ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে ১০ জনের দল নিয়ে দেশ ছাড়ছেন। ভিয়েতনামে দুটি পরিবেশনা শেষ করে তারা দেশে ফিরবেন ২৩ সেপ্টেম্বর।
এ ব্যাপারে পূজা বাংলানিউজকে বলেছেন, “জানুয়ারিতে অনলাইনে ভিয়েতনাম সরকারের সংস্কৃতি, যুব ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়, সেখানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী আমরা বৃত্তান্তসহ আমাদের প্রযোজনার ভিডিও জমা দেই। জুন মাসে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আমাদের জানানো হয় যে, সম্মানিত আন্তর্জাতিক জুরি বোর্ডের বিবেচনায় আমাদের প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’ ও কোরিওগ্রাফি ‘রেজুলিউশন’ নির্বাচিত হয়েছে। ”
পূজা জানান, ২০১৪ সালে ‘অনামিকা সাগরকন্যা’ প্রযোজনাটি ব্যংককের ‘ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল অব পারফর্মেন্স আর্টস’-এ সরাসরি প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছিলো। দেশ ও বিদেশে বিভিন্ন সম্মানজনক আয়োজনে এ পর্যন্ত প্রযোজনাটির মঞ্চায়ন হয়েছে ১২ বার। এর মূল ভাবনা, পাণ্ডুলিপি, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন পূজা সেনগুপ্ত।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসও