ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আনুশকার কাছে নরেন্দ্র মোদীর চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আনুশকার কাছে নরেন্দ্র মোদীর চিঠি ছবি: সংগৃহীত

২০১৯ সালের ২ অক্টোবর মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী। এর মধ্যে ‘স্বচ্ছ ভারত প্রকল্প’ সম্পন্ন করবে ভারত সরকার। এ লক্ষে নানামুখী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় এই প্রকল্পের মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক ও পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করা হবে। ২০১৪ সাল থেকে চলা এই কর্মযজ্ঞে এবার যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।  

নরেন্দ্র মোদী এই পরিচ্ছন্নতা অভিযানের ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আনুশকাকে চিঠি দিয়েছেন। স্বাভাবিকভাবেই গর্ববোধ করছেন এই অভিনেত্রী।

তাইতো টুইটারে মোদীকে কৃতজ্ঞতা  ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা।  

আনুশকা লিখেছেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আমাকে ‘সোয়াচ্ছতা হি সেবা’ অভিযানের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর জন্য। ”

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘টয়লেট- এক প্রেম কথা’ ছবিটি স্বচ্ছ ভারত অভিযানের অনুপ্রেরণায় তৈরি হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।