সোমবার (৩ অক্টোবর) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে এজাজ জানান, পেশা হিসেবে চিকিৎসাকে বেছে নিয়েছিলেন তিনি। এর মধ্যে অভিনয়ে সুখ্যাতি পেয়েছেন।
বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ডা. এজাজের ১০টি ধারাবাহিক নাটক। সকালে মেডিকেল, বিকেলে শুটিং আর সন্ধ্যায় গাজীপুরের চেম্বারে বসা— এভাবেই চলছে তার দিনগুলো।
এজাজুল ইসলাম বলেন, “মনে পড়ছে, হুমায়ুন (আহমেদ) স্যারের কথা। তিনি তার সহকারিকে বলতেন, ‘ডাক্তার কখন আসবে? কখন সময় দিতে পারবে?’ সেই অনুযায়ী আমি তার শুটিং করে দিতাম। এভাবে মায়া দিয়ে যারা ডাকবেন, তাদের কাজগুলোই করবো। ”
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয় শুরু করেন এজাজ। নজর কেড়েছেন চলচ্চিত্রেও। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এজাজুল ইসলাম শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হয়েছিলেন 'তারকাঁটা'য় অভিনয়ের সুবাদে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসও