ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জমকালো প্রিমিয়ার, ১২৫ হলে 'ঢাকা অ্যাটাক'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
জমকালো প্রিমিয়ার, ১২৫ হলে 'ঢাকা অ্যাটাক' ছবি: রাজিন চৌধুরী/বাংলানিউজ

দেশীয় চলচ্চিত্রের জন্য স্মরণীয় এক সন্ধ্যা। ছবি ঘোষনার পর থেকে মুক্তির আগ মুহূর্ত অবধি আলোচনা জিইয়ে রেখেছে 'ঢাকা অ্যাটাক'। এমনটিই হওয়ার কথা, কারণ দেশের প্রথম পুলিশ থ্রিলার এটি!

৫ অক্টোবর সন্ধ্যাটি তাই হয়ে উঠলো বিশেষ। ছবিটির প্রিমিয়ার শো উপভোগ করতে জড়ো হয়েছিলেন শোবিজের নামি-দামি তারকারা।

ছিলেন সরকারের মন্ত্রী ও পুলিশের কর্মকর্তারাও।  

'ঢাকা অ্যটাক' এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এ কারণেই হল পেয়েছে রেকর্ডসংখ্যক। ঈদ ছাড়া এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা শতাধিক হলে মুক্তি পাচ্ছে।

শুক্রবার (৬ অক্টোবর) মুক্তি পাচ্ছে কপ অ্যাকশন থ্রিলার 'ঢাকা অ্যাটাক'। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটি প্রথম সপ্তাহে ১২৫টি সিনেমা হলে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশের ছবিতে বরাবরই অপরাধ হওয়ার পর স্পটে দেখা মেলে পুলিশকে। কিন্তু প্রচলিত এই ধারণাকে পাল্টে দিতেই একদল চৌকস পুলিশের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের দুটি হলে প্রিমিয়ার শো হলো ‘ঢাকা অ্যাটাক’-এর।  

এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অভিনেতা হাসান ইমাম প্রমুখ।

ছবি: রাজিন চৌধুরী/বাংলানিউজস্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ অনেক কষ্ট করে। তাদের কর্মকাণ্ড নিয়েই এই ছবি। তারা দু’জনেই এই ছবির সাফল্য কামনা করেন।  

ডিএমপি কমিশনার ছবিটি তৈরিতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ছবিটি ভালো সাড়া পেলে ভবিষ্যতে এই ধরনের ছবি আরও তৈরি করা হবে। ’

ছবিটির নির্মাতা দীপন জানান, ঢাকার প্রায় সবগুলো সিনেমা হলেই ছবিটি চলছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনও গুরুত্বপূর্ণ সিনেমা হল বাদ যায়নি।

এরই মধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ছবি ‘ঢাকা অ্যাটাক’। প্রথম থেকেই প্রচারে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।

চলচ্চিত্রটির মূল ভাবনা ও কাহিনী ডিএমপির অতিরিক্ত কমিশনার (এডিসি) সানী সানোয়ারের।  

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে মূল চরিত্রে আরিফিন শুভ ও মাহিয়া মাহির পাশাপাশি অভিনয় করেছেন আলমগীর, হাসান ইমাম, এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।  

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

শুরু থেকেই চমক দিচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। এর সবশেষ উদাহরণ ছবিটির একটি চরিত্র, নাম জিসান। নীল চোখের এই ভিলেন নজর কাড়বেন দর্শকের। প্রিমিয়ার শো দেখে জিসান চরিত্রে অভিনয়কারী তাসকিন রহমানের প্রশংসায় পঞ্চমুখ সবাই।  

অস্ট্রেলিয়া প্রবাসী এই শিল্পী দেশীয় চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন বলেই মনে করছেন উদ্বোধনী প্রদর্শনীর আমন্ত্রিত অতিথিরা।  

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।