শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পাতায় দুটি পৃথক স্ট্যাটাসে দল ছাড়ার ঘোষণা দেন মিষ্টভাষী এই গায়ক।
ব্যান্ড ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তুহিন।
ক’দিন আগে এই শিল্পীর অসুস্থতার কারণ দেখিয়ে দুটি কনসার্ট বাতিল করে জনপ্রিয় গানের দল শিরোনামহীন। এরপরই এলো তুহীনের ব্যান্ড ছাড়ার ঘোষণা। তবে কী অন্য ব্যান্ডের মতোই ভাঙনের শিকার শিরোনামহীন? এমনটিই আশঙ্কা করছেন অগণিত ভক্ত। তবে এ ব্যাপারে দলের অন্য সদস্যরা তেমন কিছু বলেননি।
১৯৯৬ সালে আত্মপ্রকাশ করে শিরোনামহীন। ২০০০ সালে এতে প্রধান গায়ক হিসেবে যোগ দেন তুহীন। তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ প্রকাশিত হয় ২০০৪ সালে। অভিষেক অ্যালবামেই বাজিমাত করে তারা। দলের বাইরে হাতে গোনা সিঙ্গেল গানে কণ্ঠ দেন তুহীন।
এদিকে তুহীনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন গায়ক। তার নাম শেখ ইশতিয়াক। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শিরোনামহীন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসও