১০ অক্টোবর দুপুরে তিনি আরও জানান, তাকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ঘোষণা আসতে যাচ্ছে। ২০ অক্টোবর এ নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা।
জানা গেছে, প্রযোজক শফি বিক্রমপুরী নিজেকে সভাপতি ও ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক করে ২০ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’ নামের নতুন সংগঠনটির কমিটি ঘোষণা করবেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের সঙ্গে জড়িত প্রতিটি অঙ্গনের মানুষের সংগঠন রয়েছে। অধিকার আধায়ের জন্য সংগঠন দরকার হয়, সেগুলো তো আছেই। কেনই বা নতুন আরেকটি দরকার হবে? এমনিতেই আমি অন্য অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে নতুন সংগঠনে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ’
শফি বিক্রমপুরীর পক্ষ থেকে কাঞ্চনকে সংগঠনটির ধরন সম্পর্কে বলা হয়, এটি ভবিষ্যতে চলচ্চিত্রের গুণী মানুষদের সম্মানিত করতে পুরস্কার প্রবর্তন করবেন। সেটি হতে পারে নায়করাজ রাজ্জাকের নামে। এসব ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ আত্মপ্রকাশের পর ডাকসাইটেদের নিয়ে ক’দিন আগে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ গঠিত হয়েছে। এবার আসছে ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এসও