যশরাজ ফিল্ম প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে।
‘জঞ্জির’ ছবির সেটে তোলা হয় স্থিরচিত্রটি। যেখানে দৃশ্যধারণের ফাঁকে স্বামীকে খাইয়ে দিচ্ছেন স্ত্রী জয়া বচ্চন।
১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাত হিন্দুস্তানি’র সেটে তোলা স্থিরচিত্র। এটি ছিলো অমিতাভ বচ্চনের প্রথম ছবি।
‘কুলি’ ছবির সেটে আমজাদ খানের সঙ্গে বিগ বি। প্রথমদিনের দৃশ্যধারণের সময় তোলা হয়েছিলো এই স্থিরচিত্রটি। এদিনই একটি মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ। পরে তাকে বিমানে করে দ্রুত মুম্বাই নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে দুই সপ্তাহ ভর্তি ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
‘খুন পাসিনা’ ছবির সেটে তোলা স্থিরচিত্র। নকল নয়, সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। এটি ছিলো তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন দৃশ্য।
নির্মাতা ঋষিকেশ মুখার্জির সঙ্গে আলোচনা করছেন অমিতাভ বচ্চন। সঙ্গে আছেন অভিনেতা রাজেশ খান্না।
‘শক্তি’ ছবির মহরতের সময় একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন।
‘ডন’ ছবির নাচের দৃশ্যের সময় তোলা স্থিরচিত্র।
কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলির সঙ্গে অমিতাভ।
১৯৯১ সালে অনুষ্ঠিত ‘দ্য ঝুমা চুমা’ কনসার্টে তোলা ছবি। এটি ছিলো বলিউড সুপারস্টার আমির খান ও সালমান খানের প্রথম কনসার্ট। তাদের সঙ্গে আরও ছিলেন অভিনেত্রী শ্রীদেবী ও নীলিমা।
‘ত্রিশূল’ ছবির দৃশ্যধারণ করতে গিয়ে শুরু হয়েছিলো বন্ধুত্ব। দিল্লিতে দৃশ্যধারণের ফাঁকে একসঙ্গে তাস খেলছেন অমিতাভ বচ্চন, রাখি ও শশী কাপুর।
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর কুমারের সঙ্গে।
বাবা হরিবংশরাই ও মা তেজি বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন।
কলেজে থাকাকালীন সময়ে একটি নাটকে অভিনয়ে করেছিলেন অমিতাভ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
বিএসকে/এসও