কারণ হিসেবে তিনি জানান, ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়াম না পাওয়ায় চলতি বছর এ উৎসবের আয়োজন করা সম্ভব হচ্ছে না।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘যে কারণেই হোক সরকার আমাদের এবার মাঠ বরাদ্দ দেয়নি।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বড় পরিসরের এ উৎসব আয়োজনের জন্য নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও মানুষের জমায়েতের জন্য উপযুক্ত জায়গার বিষয়টি সময়মতো মীমাংসা না হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০১৭ সালের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাতিল করা হয়েছে।
৫ বছর ধরে (২০১১ সাল থেকে) আর্মি স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু এবারই প্রথম এই ধারাবাহিক উৎসব বাতিল হলো। ২৩-২৭ নভেম্বর এ উৎসব হওয়ার কথা ছিলো।
আয়োজক সূত্র জানান, এবারের উৎসবে দুই শতাধিক শিল্পী-কলাকুশলীর অংশ নেওয়ার কথা ছিলো। তাদের এরই মধ্যে উৎসব বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে উৎসব বাতিল হওয়ার খবর শুনে ক্ষোভ প্রকাশ করছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসও/এসএইচ