ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের/ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হবে কি-না এ নিয়ে গুঞ্জন চলছিলো। এরই মধ্যে রোববার (২২ অক্টোবর) সকাল ১১টায় হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন না করার ঘোষণা দিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

কারণ হিসেবে তিনি জানান, ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়াম না পাওয়ায় চলতি বছর এ উৎসবের আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘যে কারণেই হোক সরকার আমাদের এবার মাঠ বরাদ্দ দেয়নি।

তাই আমাদের  অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এ রকম অনুষ্ঠান যেন আয়োজন করা হয়। এর জন্য যতোটুকু সাহায্য দরকার আমরা করবো। ’

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বড় পরিসরের এ উৎসব আয়োজনের জন্য নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও মানুষের জমায়েতের জন্য উপযুক্ত জায়গার বিষয়টি সময়মতো মীমাংসা না হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০১৭ সালের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব  বাতিল করা হয়েছে।

৫ বছর ধরে (২০১১ সাল থেকে) আর্মি স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু এবারই প্রথম এই ধারাবাহিক উৎসব বাতিল হলো। ২৩-২৭ নভেম্বর এ উৎসব হওয়ার কথা ছিলো।

সংবাদ সম্মেলনে ছিলো সংগীতের আয়োজন, ছবি: বাংলানিউজআয়োজক সূত্র জানান, এবারের উৎসবে দুই শতাধিক শিল্পী-কলাকুশলীর অংশ নেওয়ার কথা ছিলো। তাদের এরই মধ্যে উৎসব বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে উৎসব বাতিল হওয়ার খবর শুনে ক্ষোভ প্রকাশ করছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনা।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসও/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।