টেলর সুইফট (ছবি: সংগৃহীত)
শুক্রবার (১০ নভেম্বর) বাজারে আসার কথা ছিলো টেলর সুইফটের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন’। কিন্তু নির্ধারিত সময়ের তিন দিন আগেই উন্মুক্ত করা হলো সেটি। কিন্তু কেনো এমনটি করলেন সে বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন এই গায়িকা লিখেছেন, “তিন দিন আগেই ‘রেপুটেশন’ চলে এলো।”
সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুক্তির আগেই টেলরের গানগুলো চুরি করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়। তাই তড়িঘড়ি করে অ্যালবামটি মুক্তি দিতে বাধ্য হন তিনি।
কিন্তু এ নিয়ে তার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে টেলরের ব্যক্তিগত ওয়েবসাইট ও আইটিউনে প্রি-অর্ডারের ভিত্তিতে অ্যালবামের গানগুলো শোনা যাবে আপাতত।
‘রেপুটেশন’-এ রয়েছে মোট ১৫টি গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রেডি ফর ইট?, ‘আই ডিড সামথিং ব্যাড’, ‘ডোন্ট ব্লেম মি’, ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’, ‘কিং অফ মাই হার্ট’ ও ‘কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’।
২০০৬ সালে গানের জগতে আত্মপ্রকাশ করেছেন টেলর সুইফট। সে বছর মুক্তি পায় তার প্রথম গান ‘টিম ম্যাকগ্রো’। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় এখন শীর্ষে রয়েছেন ২৭ বছর বয়সী এই গায়িকা।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।