কী কী থাকছে এবারের মেলায়? এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ‘হুমায়ুন মেলা’র আয়োজক চ্যানেল আই। ১১ নভেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির ভবনে হবে সংবাদ সম্মেলন।
গল্প, উপন্যাস লেখার পাশাপাশি নাটক-চলচ্চিত্রের জন্য বেশ কিছু চিত্রনাট্য লিখেছিলেন হুমায়ুন। নিজের চিত্রনাট্যে পরিচালনা করেছিলেন নয়টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটক। নিজের ছবির জন্য নিজেই লিখেছিলেন গান। বিনোদনের এতো সব মাধ্যমে দাপটের সঙ্গে কয়েক দশক বিচরন করেন নেত্রকোণার এই কৃতিসন্তান। কিন্তু ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারের কাছে নত হতে হলো তাকে। চিরতরে হারিয়ে গেলেন এই কিংবদন্তি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসও