ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার বিয়ে করছেন হিমেশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আবার বিয়ে করছেন হিমেশ! হিমেশ রেশামিয়া (ছবি: সংগৃহীত)

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হিমেশ রেশামিয়া। শোনা যাচ্ছে- দীর্ঘদিনে প্রেমিকা সোনিয়া কাপুরের সঙ্গে আগামী বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এ প্রসঙ্গে হিমেশের একটি ঘনিষ্ঠসূত্র জানান, আগামী বছর বিয়ের বন্ধনে আবাদ্ধ হতে যাচ্ছেন হিমেশ-সোনিয়া। কেননা তার পরিবারও পছন্দ করেন সোনিয়াকে।

এমনকি হিমেশের ছেলে শিবামের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রয়েছে তার।

১৯৯৪ সালে কোমলকে বিয়ে করেছিলেন হিমেশ। কিন্তু ২০১৬ সালের ৬ ডিসেম্বর ২২ বছরের সংসারের ইতি টানেন তারা। প্রাক্তন এই দম্পতির শিবাম নামে একটি ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।