ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভেঙে গেলো সুস্মিতার প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ভেঙে গেলো সুস্মিতার প্রেম! সুস্মিতা সেন ও ঋত্বিক ভাসিন (ছবি: সংগৃহীত)

আবারও প্রেমে ব্যর্থ হলেন সুস্মিতা সেন। শোনা যাচ্ছে- প্রেমিক ঋত্বিক ভাসিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বলিউডের এই অভিনেত্রীর। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

গত চার বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছিলো সুস্মিতা ও ঋতিকের। এমনকি তারা খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো।

এরই মধ্যে তাদের সম্পর্কে শোনা গেলো ভাঙনের সুর।

এ প্রসঙ্গে সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘দুই বছর আগে বিয়ে করে নতুন একটি অ্যাপার্টমেন্টে উঠার কথা ছিলো সুস্মিতা ও ঋতিকের। কিন্তু গত ছয় মাস ধরে তারা একে অপরের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করছেন না। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।