এতো দীর্ঘসময় নিয়ে নির্মাণের কারণ জানতে প্রশ্ন করা নির্মাতাকে। বাংলানিউজকে তিনি বলেন, লালনের মতাদর্শ ও সাধুসঙ্গ সময়ের পরিবর্তনে বিকৃত হচ্ছে।
ভাবনগরে কী দেখতে পাবে দর্শক? নির্মাতার উত্তর, সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব, সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক প্রহরে পরিবেশিত সংগীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেইসব আলাপ ও সংগীত নিয়ে ‘ভাবনগর’ তৈরি।
‘ছবিঘর’র ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং সংগীত পরিচালনাও করেছেন মঞ্জুরুল হক।
শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। সেখানে অন্যদের মধ্যে ছিলেন নির্বাহী প্রযোজক আয়েশা হক, সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং প্রামাণ্যচিত্রটির অন্যান্য কলাকুশলীরা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
/আইএ