ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

৬ মাস আগে ‘ফলেন কিংডম’র ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
৬ মাস আগে ‘ফলেন কিংডম’র ট্রেলার ফলেন কিংডম সিনেমার একটি দৃশ্য

টিজারের পর প্রকাশ পেলো ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’র ট্রেলার। ট্রেলারে দেখা গেল নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে ঐতিহাসিক দ্বীপ ‘জুরাসিক ওয়ার্ল্ড’। প্রাচীন জীবগুলির প্রাণ হয়ে পড়েছে বিপন্ন। যদিও তারা অনেক হিংস্র তবুও তাদের বাঁচাতে হবে।

কারণ তারা সভ্যতার অন্যতম অংশ। এদিকে ক্লেয়ার (ব্রায়াস ডালাস হাওয়ার্ড) ফিরে এসেছে ওয়েনের (ক্রিস প্যাট) কাছে।

ফেলে আসা ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ ফিরে যাওয়ার প্রস্তাব নিয়ে।

ডা. জন হামন্ড চার পায়ের দানবদের নব্বইয়ের দশকে পর্দায় আনেন। ‘জুরাসিক পার্ক’ গড়েছিলেন ডাইনোসরদের জন্য। মানুষ দেখেছেন মুগ্ধ হয়ে। এখানেই থেমে ছিল না জুরাসিক পার্কের গল্প। কালে কালে তা বারবার ফিরে এসেছে। নাম বদলে হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। ২০১৫ সালের সে কাহিনীও মানুষের মন জয় করেছিলো।

‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’র ট্রেলার মুক্তি পেল শুক্রবার (৮ ডিসেম্বর)। নতুন জুরাসিক ওয়ার্ল্ডেরর কাহিনী লিখেছেন ডেরেক কনোলি ও আগের ছবির পরিচালক কলিন ট্রেভরো। ছবিতে ফিরে আসছেন ডা. ইয়ান ম্যালকম ওরফে জেফ গোল্ডব্লামও। আগামী বছর জুনের ২২ তারিখ ছবিটি মুক্তি পাবে। ৬ মাস আগে ইউটিউবে চলে এলো ট্রেলার।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।