ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা উল্কা হোসেন-ছবি-বাংলানিউজ

ঢাকা: বিশিষ্ট সঙ্গীত শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’-এর উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীকে শুভেচ্ছা জানান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ গীতিকার কে. জি. মোস্তফা, কবি হেলাল হাফিজ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, সুরকার শাহনেওয়াজ, গানবাংলার চেয়ারম্যান নাট্য পরিচালক ও নাট্যশিল্পী চান্দা মাহজাবীন, রন্ধনশিল্পী লবি রহমান প্রমুখ।

‘সরগম’ সম্পাদক ও তার স্বামী কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় শিল্পী উল্কা বিজয়ের মাসে দেশাত্মবোধক গান পরিবেশন শুরু করেন।

এরপর একে একে ওরে একতারা দোতারা, সাগরের সৈকতে, আমি রজনী গন্ধা, আমার মনটা বলে, কাগজের এই নৌকো আমার, আমার কলম বন্ধুসহ উল্কা প্রায় ২২টি গান পরিবেশন করেন।  

মা-বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই গানের চর্চা শুরু করেন উল্কা হোসেন। হাতেখড়ি বড় মামা ফখরুল ইসলাম ফরহাদের কাছে। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিটিভিতে পদচারণা শুরু ১৯৭৬ সাল থেকে। স্পেশাল গ্রেডে নিয়মিত শিল্পী হিসেবে ২০০৫ সাল থেকে বিটিভিতে গান পরিবেশন করে আসছেন।  

বিভিন্ন সময় তালিম নিয়েছেন সমর দাশ, ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ ফুল মোহাম্মদ, নিতাই রায়, সোহরাব হোসেন, সুধীন দাশ, খালিদ হোসেন, আলী ইমাম চৌধুরী, সঞ্জীব দে, অনিল কুমার সাহা প্রমুখের কাছে।  

বাংলাদেশ সময়:  ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।