এক লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণা মামলায় সোমবার (২ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।
রায় ঘোষণার সময় আহমেদ শরীফ আদালতে উপস্থিত ছিলেন না।
২০১৫ সালের ৫ মার্চ মোশারফ হোসেন সুমন নামে এক ব্যবসায়ী আহমেদ শরীফের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ বলা হয়, আহমেদ শরীফের কাছে বাদীর ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফায় ব্যাংকে চেক জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।
এরপর বাদী উকিল নোটিশ দিলেও আহমেদ শরীফের পাওনা টাকা ফেরত দেননি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআই/জেআইএম/এইচএ/