মঙ্গলবার (৩ এপ্রিল) আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র কার্নিভাল, পোস্টার প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্রের আড্ডা, প্রীতি সম্মিলনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় কার্নিভালের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
কার্নিভালের পাশাপাশি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মশিহউদ্দিন শাকের ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি।
বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. জাহাঙ্গীর হোসেন (হীরালাল সেন-উপমহাদেশের চলচ্চিত্রের উপেক্ষিত জনক), অনুপম হায়াত (বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র) এবং বেলায়াত হোসেন মামুন (বাংলাদেশের চলচ্চিত্র-আগামীর ভাবনা)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক জনাব মো. বদরুল আনম ভূঁইয়া।
আলোচনা শেষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রের গান পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা।
এ সময় শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় ও তামান্না রহমানের পরিচালনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে একাডেমির চারু প্রাঙ্গণে ছিল প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্রের আড্ডা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এইচএমএস/এমজেএফ