ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের জামিনের শুনানির আগে বিচারক বদলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
সালমানের জামিনের শুনানির আগে বিচারক বদলি সালমান খান

দীর্ঘ ১৯ বছর ধরে চলমান কৃষ্ণসার হরিণ শিকার মামলায় গত ০৫ এপ্রিল যোধপুর আদালতে সালমানকে ৫ বছরের সাজা শুনিয়েছিলেন যে বিচারক, সেই দেব কুমার ক্ষত্রীকে রাজস্থান বিচার বিভাগে বদলি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে এ বদলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

একইসঙ্গে শনিবার (০৭ এপ্রিল) সালমানের জামিনের শুনানির বিচারক রবীন্দ্র কুমার জোশীকেও বদলি করা হয়েছে। বলিউডের এই সুপারস্টার যোধপুর কেন্দ্রীয় কারাগারে থাকবেন নাকি বাড়ি ফিরবেন সেটি নির্ধারণ করার দায়িত্ব ছিলো তার কাঁধে।

ধারণা করা হচ্ছে, বিচারক বদলি হওয়ার কারণে আজও পিছিয়ে যেতে পারে সল্লুর জামিনের শুনানি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, হাইকোর্টের মাধ্যমে গঠিত কমিটির সুপারিশে প্রতি বছর ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বিচারকদের বদলি করা হয়ে থাকে। সবশেষ বদলি করা ৮৭ জন বিচারকের মধ্যে রয়েছেন এ দুজন।

ওই প্রতিবেদনে আরও জানা যায়, বিচারক জোশীকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজস্থানের সিরোহতে। তার জায়গায় আসবেন ভিলওয়ারার সেশন বিচারক চন্দ্র কুমার সোঙ্গারা। বিচারপতি ক্ষত্রির জায়গায় আসছেন সমরেন্দ্র সিং শিকারওয়ার। তিনি এর আগে উদয়পুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
বিএসকে

** কি হবে সালমানের দেহরক্ষী শেরার?
** সালমানের সঙ্গে দেখা করতে যোধপুরে প্রীতি!
** জেলে চিন্তা ছিল বাথরুম আর ময়লার ঝুড়ি: সালমান
** সালমানের জন্য জেলে যেতে চায় জোড়া বোন
** জামিন মেলেনি সালমানের, শুনানি শনিবার
** কারাগারে সালমানের প্রথম রাত
** যোধপুর কেন্দ্রীয় কারাগারে সালমান
** ৫০০ কোটি রুপির ক্ষতির কারণ হতে পারেন সালমান!
** ৫ বছরের সাজা, জেলে যাচ্ছেন সালমান
** হরিণ শিকার মামলায় দোষী সালমান, বাকিরা বেকসুর খালাস
** সালমানের জন্য রানীর ভালোবাসা, ক্যাটরিনার প্রার্থনা
** যোধপুর আদালতে সালমান-সাইফ-টাবু-সোনালি-নীলম
** ৬ বছর জেল হতে পারে সালমানের!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।