সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘ডুব’ খ্যাত নির্মাতা অভিমত দেন, সরকারি চাকরিতে নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে।
ফারুকী লিখেন, ‘অনেকগুলা চিঠি আসছে।
‘বেশ কয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলতে হয়েছিলো। আরেফিন স্যারও (তৎকালীন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক) ওই অনুষ্ঠানে ছিলেন। সেখানে কথা প্রসঙ্গে মেধাবী শিক্ষার্থীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি। কারণ সরকারি চাকরিতে যদি মেধাশূন্যতা তৈরি হয়, তাহলে ভবিষ্যতে পলিসি নিয়ে আলোচনা এবং সময়োপযোগী পলিসি নির্ধারণে আমরা নিদারুণ ব্যর্থ হবো। ’
আলোচিত এই নির্মাতা আরও লিখেন, ‘সাম্প্রতিক সময়ের কোটা বিষয়ক আলোচনা দেখে সেই কথাটা আবার মনে পড়লো। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাদের নানান সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে আমি। বাড়ি দেন, চিকিৎসা সেবা দেন, ভালো ভাতা দেন। ’
‘কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে। এই বক্তব্যের সাথে আমি একমত। তবে অতি উৎসাহীদের কাছ থেকে সাবধান থাকা উচিত এই আন্দোলনে সামিল ভাই-বোনদের। মেধাভিত্তিক নিয়োগের দাবির মধ্যে কেউ যেন এমন অপ্রয়োজনীয় কিছু না বলেন, যাতে মনে হয় ‘মুক্তিযোদ্ধাদের’ ব্যাপারে কোনো অ্যালার্জি আছে। ’
সবশেষে ‘পিঁপড়াবিদ্যা’ ছবির নির্মাতা লিখেন, ‘আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কোটার ব্যাপারটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসবেন। ’
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
জেআইএম/এইচএ/