ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডেইজির ‘রেস থ্রি’র সংলাপ ব্যবহার করলো মুম্বাই পুলিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
ডেইজির ‘রেস থ্রি’র সংলাপ ব্যবহার করলো মুম্বাই পুলিশ ডেইজি শাহ

কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে এ বছরের বহুল আলোচিত ছবি ‘রেস থ্রি’র ট্রেলার। যেখানে বলিউড অভিনেত্রী ডেইজি শাহর মুখে ‘আওয়ার বিজনেস ইজ আওয়ার বিজনেস, নান অব ইওর বিজনেস’ (আমাদের কাজ আমাদেরই, এটি তোমাদের কাজ নয়) এমনই এক সংলাপ শোনা গিয়েছে।

মজার বিষয় হলো- ডেইজির সেই সংলাপ এবার কাজে লাগালেন মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের টুইটার পেজ থেকে নেওয়াবুধবার (২৩ মে) টুইটারে ডেইজি শাহর একটি স্থিরচিত্র শেয়ার করেছে মুম্বাই পুলিশ।

ছবিটির ওপর লেখা রয়েছে, ‘মাই ডাটা ইজ মাই ডাটা, নান অব ইওর ডাটা’ (আমার তথ্য আমারই, এটি তোমাদের তথ্য নয়)।

ছবিটির ক্যাপশনে মুম্বাই পুলিশ লিখেছে, নিজের তথ্য নিজের কাছেই রাখুন। অন্যকে নিজের তথ্য বলে তাকে এর সুবিধা ভোগ করার সুযোগ করে দেবেন না।

মুম্বাই পুলিশের এই টুইটের জবাব দিয়ে ডেইজি লিখেছেন, ‘অনেক ভালো। ’

** ‘রেস থ্রি’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।