ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসার ৪৫ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ৩, ২০১৮
ভালোবাসার ৪৫ বছর অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

ঋষিকেশ মুখার্জি পরিচালিত ও ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘুড্ডি’ ছবির সেটে একে অপরের সঙ্গে পরিচয় হয়েছিলো অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং প্রেমের শুরু।

এরপর জুটিবদ্ধ হয়ে ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘এক নজর’, ‘সিলসিলা’, ‘মিলি’র মতো অসংখ্য ছবি ভক্তদের উপহার দিয়েছেন তারা।  

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ১৯৭৩ সালে ৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন অমিতাভ-জয়া।

বিবাহিত জীবনের ৪৪টি বসন্ত পেরিয়ে আজ ৪৫তম বসন্তে পা দিয়েছেন এই তারকা দম্পতি।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের কিছু মুহূর্তঅমিতাভ-জয়ার ৪৫তম বিবাহ বার্ষিকীকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, আমাদের ৪৫তম বিবাহ বার্ষিকীতে যারা আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলের জন্য রইলো ভালোবাসা।

মেয়ে শ্বেতা বচ্চন ও ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনএদিকে, বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বচ্চন টুইটারে লিখেছেন, ‘আমি চাই তোমরা আরও ৪৫ বছর এভাবেই হাসিখুশি থাকো আর একে অপরকে ভালোবাসো। শুভ বিবাহ বার্ষিকী মা-পা। তোমাদের ভালোবাসি। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।