‘বারুদমাখা ঘরে’ শিরোনামের গানের ভিডিও এরইমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আগামী ১৩ জুন উন্মুক্ত করা হবে ‘আমি কি আর’র মিউজিক ভিডিও।
ব্যতিক্রমী গায়কীর মাধ্যমে অল্প সময় নজর কেড়েছেন এলমা সিদ্দিকী। বাবা বারী সিদ্দিকীর মতোই সংগীতে স্বতন্ত্র অবস্থান গড়তে চলেছেন তিনি। গত এপ্রিলে একক অ্যালবাম ‘ভালোবাসার পরে’ দিয়ে সংগীতে জগতে আত্মপ্রকাশ হয় তার।
এলমা জানান, এবারের ঈদটি তার জন্য মিশ্র অনুভূতির। বাবাকে ছাড়া কাটাতে হবে এই উৎসব। অন্যদিকে নিজের মৌলিক গানের ভিডিও দেখবে সবাই।
এলমার গাওয়া ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবণ কোরেশী ও পংকজ। দুটি গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। ভিডিও নির্মাণ করেছেন সাদাত হোসাইন ও হৃদয়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জেআইএম/বিএসকে