ইতিমধ্যে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে ‘সঞ্জু’। তবুও কেনো বিতর্কের মুখে পড়তে হলো ছবিটিকে?
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘সঞ্জু’র ট্রেলারে একটি টয়লেট লিকেজের দৃশ্য রয়েছে।
সমাজকর্মী পৃথ্বী মাসকে দৃশ্যটি নিয়ে অভিযোগ করেন বলেন, এই দৃশ্য ভারতের জেল কর্তৃপক্ষ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে। এমনকি তিনি সিবিএফসির কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, ‘‘সরকার ও জেল কর্তৃপক্ষ জেলগুলোর যথেষ্ট দেখভাল করে। আমরা এমন ঘটনা কোথাও শুনিনি। এর আগেও বহু ছবিতে জেল দেখানো হয়েছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি। ’’
সিবিএফসি এই দৃশ্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে কোর্টে গিয়ে ছবি স্থগিত রাখার আবেদন করবেন বলেও জানান পৃথ্বী।
** ‘সঞ্জু’ ছবির ট্রেলার
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
বিএসকে