সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বাংলানিউজকে বলেন, আজ সকালে ‘সুপার হিরো’র সেন্সর শো অনুষ্ঠিত হয়েছে। ছবি দেখে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে এই ঈদেই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে আশা করছেন কলাকুশলীরা। এর আগে ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এখনও ছাড়পত্র মেলেনি ‘সুপার হিরো’র
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
জেআইএম/এইচএ/