এখন কোনো ছবির শুটিংয়ে গেলে রিটেক দিতে হয় না ‘তামাশা’খ্যাত এই তারকাকে। কিন্তু বলিউডের এই অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকে এমনটা ছিলো না।
সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন রণবীর কাপুর। আর সেই ছবি ‘যাব সে তেরি ন্যায়না’ গানটির জন্য প্রায় ১২০ টেক দিতে হয়েছে তাকে।
এ প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘‘আমি প্রায় ৪৫-৫০টি শট দিয়েছিলাম। সঞ্জয় খুব মিউজিক্যাল ডিরেক্টর। প্রত্যেকটি বিটে পারফেকশনের ওপর জোর দেয়। পরের দিন শুটিংয়ে যাওয়ার পর সঞ্জয় বলেছিলেন, আমি আবার শটটা নিতে চাই। সে দিন প্রায় ৭০টি টেক দিয়েছিলাম। ’’
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবির প্রচারণা নিয়ে কাজ করছেন রণবীর কাপুর। রাজকুমার হিরানী পরিচালিত ও বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ জুন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বিএসকে