ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়া দিয়ে ‘বিজলী’র বিশ্বযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
অস্ট্রেলিয়া দিয়ে ‘বিজলী’র বিশ্বযাত্রা ববি

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’। অস্ট্রেলিয়া দিয়ে শুরু হচ্ছে ছবিটির বিশ্বযাত্রা। আগামী ৮ জুলাই সিডনিতে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘বিজলী’ প্রদর্শনীতে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ জুন) অস্ট্রেলিয়ায় পৌঁছান ববি। এতে বিজলী চরিত্রে তিনি অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, প্রথমে অস্ট্রেলিয়ায় ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। দর্শক চাহিদার উপর ভিত্তি করে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশে ‘বিজলী’ দর্শকের অনেক প্রশংসা পেয়েছে। আশা করছি প্রবাসীদেরও মন জয় করতে পারবে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় প্রথম শোতে অংশ নিতে ববি আজ সেখানে পৌঁছেছেন। আমি অসুস্থ থাকায় যেতে পারিনি।

সায়েন্স ফিকশন ছবিটি অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডে মুক্তি পাবে। পর্যায়ক্রমে আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।

গত ১৩ এপ্রিল ‘বিজলী’ বাংলাদেশের ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, টাইগার রবি, শিমুল খান, কলকাতার অভিনেতা শতাব্দী রায় ও রণবীর।

ববির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।