নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প নিয়ে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’। এর কেন্দ্রীয় দু’টি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাঈমা আলম মাহা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ‘আজ থেকে মন’ শিরোনামের গানে কণার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আহম্মেদ হুমায়ূন। এ মিজানের কথায় সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই।
গানটির সঙ্গে নেচেছেন তৌসিফ ও মাহা। শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘আজ থেকে মন’র ভিডিও প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বলেন, চলচ্চিত্রটির গল্প বিরহের। আর আমাদের গানটি পুরো রোমান্টিক। মানে আমাদের গানটির মাধ্যমে ছবিটির গল্পে নতুন বাঁক নেয়।
‘ভালো থাকার গল্প’ নিয়ে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, এটি এক নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প। যেখানে তৌসিফকে দেখা যাবে চাকরি হারানো বেকার যুবকের চরিত্রে। আর তার স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে।
জানা যায়, খুব শিগগিরই ‘ভালো থাকার গল্প’ ইউটিউবে প্রকাশ পাবে।
**‘আজ থেকে মন’ গানের লিংকবাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
জেআইএম/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।