ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সঞ্জু’র জন্য ২৪ ঘণ্টা খোলা প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
‘সঞ্জু’র জন্য ২৪ ঘণ্টা খোলা প্রেক্ষাগৃহ 'সঞ্জু'র একটি দৃশ্যে আনুশকা শর্মা ও রণবীর কাপুর

ধারণার চেয়েও বেশি সাড়া পাচ্ছে রাজকুমার হিরানীর ‘সঞ্জু’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় ছবিটি প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটির প্রতি দর্শকের আগ্রহও বাড়ছে।

এদিকে, বিশ্বের অনেক দেশের সঙ্গে দুবাইতেও ছবিটি মুক্তি পেয়েছে। জানা যায়, সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ছবিটি দেখতে সেখানকার প্রেক্ষাগৃহের বাইরে দর্শকের প্রচুর ভিড় জমছে।

যার কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে কর্তৃপক্ষ ধরনা করছিল।

আর তাই দুবাই সরকার এক ভিন্ন রকম পথ বেছে নিয়েছে। বিশৃঙ্খলা এড়াতে তারা শনি ও রোববার ২৪ ঘণ্টা প্রেক্ষাগৃহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়। দিন শুরুতে ভোর সাড়ে চারটা ও সকাল ৬ টায় শো টাইম ঠিক করা হয়েছে।

গত ২৯ জুন ‘সঞ্জু’ মুক্তি পেয়েছে। এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আরও অভিনয় করছেন আনুশকা শর্মা, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।