শুধু তাই নয়, একইসঙ্গে মিঠুনপত্নী ও মহাক্ষয়ের মা যোগিতা বালির বিরুদ্ধে প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ আনা হয়েছে।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী ভোজপুরী অভিনেত্রী।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ভবিষ্যতে বিয়ে করার মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে মহাক্ষয় ওই অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। এক পর্যায়ে অভিযোগকারী অন্তঃসত্ত্বা হন। তখন মহাক্ষয় তার গর্ভপাত ঘটান। পরবর্তীতে ওই তরুণীর ‘কুণ্ডলী’ জানতে চান মহাক্ষয়। কিন্তু সেটি না মেলায় ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন মিঠুনপুত্র।
অভিযোগকারী আরও জানান, মহাক্ষয়ের মা যোগিতা বালি তাকে ভয়-ভীতিও প্রদর্শন করেছেন।
এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একতা গৌবা সোমবার আদালতের নির্দেশ জানিয়ে বলেছেন ‘এটা একটি হাই প্রোফাইল মামলা। এতে রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্যের নামও জড়িয়ে রয়েছে’।
আদালত বেগমপুর পুলিশকে ইন্ডিয়ান প্যানেল কোর্ট ৯০, ৩৭৫, ১১৪-এ, ৪১৫ ও ২৫-এর ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
জেআইএম/আরআর