ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মালালার বায়োপিকের ফার্স্টলুক প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
মালালার বায়োপিকের ফার্স্টলুক প্রকাশ ‘গুল মাকাই’র ফার্স্টলুক পোস্টার

নারীশিক্ষার প্রচারের সময় ২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই’র মাথায় গুলি করে তালেবান গোষ্ঠী। মাত্র ১২ বছর বয়সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।

এরপর থেকেই মালালা বসবাস করছেন যুক্তরাজ্যে। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা বর্তমানে অক্সফোর্ডে পড়াশোনা করছেন। নারী শিক্ষা, তাদের অধিকার রক্ষায় বিশ্বজনমত প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন তিনি।  

তার সংগ্রামী জীবন ও বর্তমান পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মালালার বায়োপিক নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক আমজাদ খান। নাম দিয়েছেন ‘গুল মাকাই’। এই ছদ্মনামেই মালালা বিবিসির উর্দু ব্লগে লেখালেখি করতেন। যেখানে তিনি তালেবান শাসনের অধীনে তার জীবন ও পাকিস্তানের মেয়েদের শিক্ষার ব্যাপারে মতামত তুলে ধরেছিলেন।

মঙ্গলবার (৩ জুলাই) সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। এতে বই হাতে দেখা গেছে টেলিভিশন অভিনেত্রী রিম শেখকে। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। খুব শিগগির টিজার প্রকাশ করা হবে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিং ও আজাজ খান।

**‘গুল মাকাই’র ফার্স্ট লুকবাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।