এরপর থেকেই মালালা বসবাস করছেন যুক্তরাজ্যে। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
তার সংগ্রামী জীবন ও বর্তমান পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মালালার বায়োপিক নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক আমজাদ খান। নাম দিয়েছেন ‘গুল মাকাই’। এই ছদ্মনামেই মালালা বিবিসির উর্দু ব্লগে লেখালেখি করতেন। যেখানে তিনি তালেবান শাসনের অধীনে তার জীবন ও পাকিস্তানের মেয়েদের শিক্ষার ব্যাপারে মতামত তুলে ধরেছিলেন।
মঙ্গলবার (৩ জুলাই) সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। এতে বই হাতে দেখা গেছে টেলিভিশন অভিনেত্রী রিম শেখকে। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। খুব শিগগির টিজার প্রকাশ করা হবে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিং ও আজাজ খান।
**‘গুল মাকাই’র ফার্স্ট লুকবাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
জেআইএম/আরআর