বিএমসি কর্তৃপক্ষ জানায়, কারিশমা বিউটি স্পা অ্যান্ড সেলুনের পরিদর্শকসহ একটি সংস্থা থেকে পাঁচবার অভিযোগ এসেছে তাদের কাছে। স্পাতে অবৈধ পরিবর্তনসহ অবৈধভাবে মোজাইক মেঝে নির্মাণের অভিযোগও রয়েছে।
এদিকে দুই ভবনের মালিক ও বাসিন্দাদের কাছে বিএমসি দুটি পৃথক নোটিশ পাঠিয়েছে। স্পার ম্যানেজার মানিক সনি সংবাদমাধ্যমকে জানান, প্রিয়াঙ্কা ও তার মায়ের সঙ্গে চুক্তিতে এই ভবনটি ভাড়া নিয়েছেন তিনি।
উভয় ভবনেই দেখা গেছে, অননুমোদিত উচ্চতাবিশিষ্ট কাঁচের দেয়াল ব্যবহার, অবৈধ সংমিশ্রণ ও অবৈধ মেঝে নির্মাণ করা রয়েছে।
বিএমসি থেকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানানো হয়, জরিমানাসহ এই অবৈধ নির্মাণ ভেঙে বৈধ পরিবর্তন আনতে সক্ষম না হলে এটি চূর্ণ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
বিএসকে