সিনেমাটির প্রকাশিত টিজারে দেখা যায়, শিশু জ্যাক-জ্যাক তার নতুন সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লসিত। বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে।
২০ কোটি মার্কিন ডলার বাজেটের এ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই ৩৪ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে। আর ২২ জুন ভারতে মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনেই আয় করেছে ৪ কোটি রুপি। পিক্সার স্টুডিওর এখন পর্যন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে এটি। এরই মাঝে আয়ের দিক দিয়ে সর্বকালের সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডোমেস্টিক সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইনক্রেডিবলস টু’।
‘ইনক্রেডিবলস’ এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলে-মেয়ে, সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এ ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টুলোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কাণ্ড ঘটায় তারা।
২০০৪ সালে মুক্তি পায় ‘দ্য ইনক্রিডেবল’। মুক্তির শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার। তাই দ্বিতীয় সিনেমাটি নিয়েও সবার কৌতূহল একটু বেশি।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
বিএসকে