সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাতে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় জয় গাড়ি নিয়ে সায়ন্তিকার গাড়ি ধাওয়া করেন। ওভারটেক করে তার গাড়ি আটকান তিনি।
এ ঘটনার পর রাতেই জয়ের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন্তিকা। পরে শনিবার (০৭ জুলাই) সকালে আলিপুর আদালতে তোলা হয় জয়কে। এসময় তিনি জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করেন বিচারক।
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো জয়-সায়ন্তিকার। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় সেটি। এ প্রসঙ্গে একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউডের এই অভিনেত্রী বলেছিলেন, মনের মধ্যে কষ্ট চেপে বেঁচে থাকার কোনও মানে হয় না। বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনা তাকে বাধ্য করেছে যতোটা সম্ভব পরিণত ও সম্মানজনক ভাবে সব পরিস্থিতির সম্মুখীন হতে।
সায়ন্তিকার এই মন্তব্যের পর জয় ফেসবুকে ওই সংবাদপত্রের সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, সায়ন্তিকা একজন মিথ্যাবাদী এবং স্বার্থপর নারী।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
বিএসকে