এ প্রসঙ্গে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বাংলানিউজকে বলেন, ১৪ তারিখ ‘নতুন মুখের সন্ধানে’ নিয়ে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে তারিখ নির্ধারণ করা হলেও অনুষ্ঠানের স্থান চূড়ান্ত না হওয়ায় তা জানাতে পারছি না।
‘নতুন মুখের সন্ধানে’ চতুর্থবারের মতো শুরু হচ্ছে এবার। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার এ কার্যক্রম চালিয়েছিল।
এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক আসলাম তালুকদার মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
জেআইএম/বিএসকে