এদিকে ‘সঞ্জু’ সিনেমার পরিচালক রাজকুমার হিরানি আবারও রণবীরকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, এমন গুঞ্জন বইছে বলিউড পাড়ায়।
ভারতীয় গণমাধ্যমের একটি সূত্র জানিয়েছেন, ‘সঞ্জু’ সিনেমার প্রচারণার সময় রণবীর হিরানির সঙ্গে পুনরায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
হিরানি এর আগে সঞ্জয় দত্তকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্নাভাই’ এবং আমির খানকে নিয়ে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’। ‘পিকে’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রণবীর কাপুরও।
‘সঞ্জু’ বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতনের নানা ঘটনা নিয়ে নির্মিত। জীবনের বিপদ, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ এই তারকার সবকিছুই থাকছে সিনেমাটিতে।
রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, আনুশকা শর্মা প্রমুখ। ‘সঞ্জু’ গত ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
জেআইএম/