গানের দল বনি এম
ঢাকায় এসে পৌঁছেছে সত্তর দশকের সাড়া জাগানো গানের দল বনি এম। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে এমিরেটস এয়ারলাইনসের বিমানে করে বনি এম সদস্যরা রাজধানীতে পৌঁছান। এসময় আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্সের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
বনি এম সদস্যদের ঢাকায় পৌঁছানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ক্রেইন্সের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী ফয়সাল আহমেদ।
আগামী ১৩ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ নিয়ে হাজির হবেন তারা।
এদিন নব্বই মিনিটব্যাপী সুরের মূর্ছনায় ঢাকার মঞ্চ মাতাবে জনপ্রিয় এই দলটি। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গান করবে বনি এম। এমনটাই জানিয়েছে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স।
বনি এম’র প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশ পায় ১৯৭৬ সালে এবং ১৯৮৫ সালে সবশেষ অ্যালবাম ‘আই ড্যান্স’ প্রকাশিত হয়। তারা মোট আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে।
দলটির চার সদস্যের তিনজনই নারী। দলপ্রধান হিসেবে রয়েছেন লিজ মিশেল। পুরো দলই ঢাকায় এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।