ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মোহমায়া'য় শ্যামলের সঙ্গে ঊর্মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
‘মোহমায়া'য় শ্যামলের সঙ্গে ঊর্মিলা শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর

একজন মানসিক রোগী, তার ডাক্তার ও একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘মোহমায়া'। শুভ্র সরখেলের রচনায় ‘মোহমায়া’ নাটকটি পরিচালনা করছেন আর কে সরকার।

কারুকাজ প্রডাকশনের ব্যানারে এতে অভিনয় করছেন অভিনেতা এফএস নাঈম, শ্যামল মাওলা ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। শুক্রবার (২০ জুলাই) থেকে উত্তরার একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে।

‘মোহমায়া’ নিয়ে উর্মিলা বাংলানিউজকে বলেন, এই ধরণের গল্পের নাটক আমরা কমেই দেখতে পাই। যখন গল্পটি পড়েছিলাম মনে হয়েছে গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবেন। তাছাড়া পরিচালক চমৎকারভাবে নাটকটি নির্মাণ করছেন।

আর কে সরকার বলেন, এটি আমার প্রথম নাটক। দীর্ঘদিন ধরে গল্পটি নিয়ে আমি ভেবেছি। আশা করছি দর্শকরা সুন্দর একটি গল্পের নাটক দেখতে পাবেন।

নাটকটিতে আরও অভিনয় করছেন সুস্মিতা দত্ত ও রিয়া চৌধুরী।

নির্মাতা সূত্রে জানা যায়, ‘মোহমায়া' ঈদুল আযহায় বেসরকারি একটি টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।