ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মডেলদের জীবনী নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
মডেলদের জীবনী নিয়ে ওয়েব সিরিজ ‘দ্য মডেলস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

সত্য ঘটনা অবলম্বনে ভিজ্যুয়াল মডেলদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘দ্য মডেলস’। দশ পর্বের এই সিরিজটির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ইউটিউবে। পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি পর্বগুলোও।

আলী আফজাল নিকোলাসের গল্পে ওয়েব সিরিজটি পরিচালনা করছেন জেসমিন জুঁই। প্রযোজনা করছে ত্রয়ী ভিজ্যুয়াল।

এ প্রসঙ্গে নিকোলাস বলেন, দীর্ঘদিন ধরে মডেলদের নিয়ে কাজ করায় খুব কাছ থেকে তাদের দুঃখ-কষ্ট-আনন্দ-হতাশাগুলো দেখেছি ও অনুভব করেছি। এসবই মূলত এই গল্প বলার প্রেরণা। আমরা প্রধানত এই ওয়েব সিরিজটির মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেটি হলো ‘সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুইবার ভাবুন’।

পরিচালক জেসমিন জুঁই বলেন, এটি আমার প্রথম কাজ। তাই পুরো কাজটি দারুণ চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও একজন মডেল, আর তাই মডেলদের নিয়ে এই কাজটি করতে আমার ভালো লেগেছে।

এই ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন সব নতুন মুখ। প্রথম পর্বে অভিনয় করেছেন হাবিবা তামান্না, ঊষা হক, আরজে রাসেল, নাজনীন নাহার এবং ফারহানা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।