আর এ বিষয়টিই নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছেন নির্মাতা তপু খান। গত ঈদুল ফিতরের পর তার পরিচালিত নাটক ‘কবুল’ প্রচার হয় টিভি পর্দায়।
তপু খান বাংলানিউজকে বলেন, ‘এই ঈদে আমার ১৩টি নাটক বিভিন্ন টিভিতে প্রচার হয়েছে। এগুলোর মধ্যে ‘কবুল’ আমার ভালো লাগার অন্যতম একটি কাজ। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ নিজের আবেগকে সংযত করে নতুন করে বাঁচতে শিখেছে। মূলত এই বিষয়টিই নাটকটির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ’
‘ইউটিউব ভিউর বিচারে পিছিয়ে থাকলেও, যারা নাটকটি দেখেছেন তারই গল্পটা অনেক পছন্দ করেছেন। আমার ইন্ডাস্ট্রির সহকর্মীসহ অনেকের কাছ থেকেও ফোনে নাটকটির প্রশংসা শুনেছি। এটাই ভালো লাগা। একবার নাটকটি যে দেখছেন তারই ভালো লাগবে’, যোগ করেন এই নির্মাতা।
‘কবুল’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান খান ও সাফা কবির। এর গল্প লিখেছেন মাসুদ উল হাসান।
এছাড়াও তপু খান পরিচালিত ঈদের নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কি করে তোকে বলবো’, ‘প্রেমে পড়া বারণ’, ‘সুরের বাঁধন’ ও ‘মোটিভেশনাল লাভ’।
**নাটক 'কবুল'
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
জেআইএম