ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডালাসে ৪র্থ বাংলা চলচ্চিত্র উৎসব শুরু ২ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
ডালাসে ৪র্থ বাংলা চলচ্চিত্র উৎসব শুরু ২ আগস্ট

প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজন করা হয়েছে বাংলা চলচ্চিত্র উৎসব। ‘বিশ্বের আঙিনায় বাংলা ছবি’ স্লোগান নিয়ে সৃজনের হাট আয়োজিত এবারের উৎসব চলবে ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত।

তিন দিনব্যাপী ৪র্থ বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৯ বসবে ডালাস শহরের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে। এতে বাংলাদেশ ও ভারতের মোট ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’, সোহেল রানা বয়াতির ‘টিয়ার গপ্পো’ এবং এস এম কামরুল আহসান লেনিনের ‘ঘ্রাণ’ চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। পাশাপাশি কলকাতার ‘আহারে’, ‘ফার্নিচার’, ‘পুপা’ ও ‘প্রসারিণী’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।  

এ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বাংলানিউজকে বলেন, এ উৎসবগুলো ভিন্নধারার চলচ্চিত্রের জন্য খুবই দরকার। এবার আমার খুব প্রিয় নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের চলচ্চিত্রের সঙ্গে উৎসবে আমার চলচ্চিত্রও প্রদর্শিত হচ্ছে। বিষয়টা আমার জন্য খুবই আনন্দের।

উৎসব সমন্বয়ক তারেক ইয়াসিন উজ্জ্বল বলেন, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য সকল বাঙালির যার যার অবস্থান থেকে কাজ করা উচিত। তাই সৃজনের হাট প্রতিবছর তিন দিনব্যাপী এ উৎসব আয়োজন করে আসছে। আগামীতে আরও বড় আয়োজনে আমাদের উৎসব করার পরিকল্পনা রয়েছে।  

২০১৮ সালে এ উৎসবে ‘খাঁচা’, ‘সহজ পাঠের গপ্পো’, ‘কালারস অফ লাইফ’, ‘বীরপুরুষ’, ‘জল ও পানি’ এবং ‘এ লেটার টু গড’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।