ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাবেক স্বামীর বিরুদ্ধে মিলার নতুন মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
সাবেক স্বামীর বিরুদ্ধে মিলার নতুন মামলা কণ্ঠশিল্পী মিলা ইসলাম ও তার সাবেক স্বামী পারভেজ সানজারি, সংগৃহীত ফাইল ফটো

ঢাকা: নিজের সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার অন্য দুই আসামি হলেন- মিলার সাবেক স্বামীর ভাই এসএমআর রহমান এবং মামাতো ভাই খান আল আমিন।

বৃহস্পতিবার বাদীপক্ষের শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি ও এইচএম তানভীর।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে। তবে তাদের এই সংসার বেশিদিন হয়নি; ভেঙে যায়।

যৌতুকের জন্য মারধরের অভিযোগে এনে বিয়ের বছরেরই ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সানজারির বিরুদ্ধে আরেক মামলা করেছিলেন মিলা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।