ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
মুখ খুললেন সোনাক্ষী সোনাক্ষী

একটি অনুষ্ঠানে অংশগ্রহণ বাবদ ২৪ লাখ রুপি নিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠে ‘দাবাং’খ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। প্রমোদ শর্মা নামের এক অনুষ্ঠান ব্যবস্থাপক মোরাদাবাদ পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। 

অভিযোগে বলা হয়, নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ২৪ লাখ টাকা বুকিং নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু বুকিং রেখেও শেষ মুহূর্তে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হননি।

অভিযোগ তদন্ত করতে বৃহস্পতিবার (১১ জুলাই) উত্তরপ্রদেশের জুহুতে সোনাক্ষীর বাড়িতে হাজির হয় পুলিশ। কিন্তু সোনাক্ষী বাড়িতে না থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে চলে আসে পুলিশ।

এর প্রেক্ষিতে এ অভিযোগ অস্বীকার করে মুখ খুললেন সোনাক্ষী। বললেন, আমার সম্মান নষ্ট করতেই এমন অপচেষ্টা চালানো হয়েছে। আয়োজকরা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় ওই আয়োজন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এখন সেটা উল্টো দিকে নেওয়া হচ্ছে। আমার ভাবমূর্তিতে আঘাত করা হচ্ছে।

পুলিশের একটি দল তার বাড়িতে হাজির হওয়ার পরের দিন এই মন্তব্য করেছেন সোনাক্ষী। এছাড়া শুক্রবার (১২ জুলাই) এ মামলার তদন্তে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ করেছেন তিনি। আর টুইন বার্তায় লিখেছেন, আমার পক্ষ থেকে এ মামলার তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।

এদিকে, সোনাক্ষী সিনহা অভিনীত ‘খানদানি শফাখানা’ মুক্তি পাচ্ছে ২ আগস্ট। আর ‘মিশন মঙ্গল’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। এছাড়াও সালমান খানের সঙ্গে তার ‘দাবাং থ্রি’ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। আর ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ আসতে পারে ২০২০ সালের ১৪ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।