ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্যারা-অলিম্পিয়ান হয়ে পর্দায় আসছেন সোনাক্ষী সিনহা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
প্যারা-অলিম্পিয়ান হয়ে পর্দায় আসছেন সোনাক্ষী সিনহা?

ভারতীয় নারী হিসেবে প্যারা-অলিম্পিকসে প্রথম রৌপ্য পদক পান দীপা মালিক। ২০১২ সালে তাকে দেওয়া হয় অর্জুন অ্যাওয়ার্ড। এরপর ২০১৭ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান।

শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী এই নারীর জীবন নিয়ে এবার বলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। শোনা যাচ্ছে, পর্দায় দীপা মালিক হয়ে হাজির হবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।


  
তবে সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ‘দাবাং’খ্যাত এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘এটা এখনো ভাবনা পর্যায় আছে। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আমি কিছু বলতে চাইছি না।  তবে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমি যে স্ক্রিপ্ট পছন্দ করবো সেটি অবশ্যই খুব আকর্ষণীয় হবে। ’

‘আমি অনেকদিন ধরে বায়োপিকে অভিনয়ের জন্য অপেক্ষা করছি। যদি আমি সঠিকটি পাই এবং গল্প পছন্দ হয় তাহলে অবশ্যই আমি তাতে কাজ করবো,’ যোগ করেন তিনি।

প্যারা-অলিম্পিকসে পদকপ্রাপ্ত দীপার সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোনাক্ষী সিনহার দেখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীপা মালিকের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি খুব চমৎকার একজন নারী। ’

সোনাক্ষী সিনহা বর্তমানে ‘দাবাং ৩’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরেই এটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।