ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের ৬টি রাজ্যে করমুক্ত ঋত্বিকের ‘সুপার ৩০’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ভারতের ৬টি রাজ্যে করমুক্ত ঋত্বিকের ‘সুপার ৩০’ ‘সুপার ৩০’ সিনেমার দৃশ্যে ঋত্বিক রোশন

ঋত্বিক রোশনের আলোচিত সিনেমা ‘সুপার ৩০’ দর্শক, সমালোচক সব মহলেই প্রশংসিত হচ্ছে। শিক্ষা ও অনুপ্রেরণামূলক এই সিনেমাটিকে আরও অধিক মানুষের কাছে পৌঁছে দিতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে একে করমুক্ত ঘোষণা করা হয়েছে। বিহার, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, নয়াদিল্লির পর এবার এই তালিকায় যোগ হলো মহারাষ্ট্র রাজ্য সরকার।

ভারতের প্রেক্ষাগৃহগুলোতে এখনো ভালো চলছে ‘সুপার ৩০’। এ বছর ১২ জুলাই মুক্তির পর ১৭ দিনে সিনেমাটি আয় করেছে ১২৭ কোটি রুপি।

সিনেমাটির বাজেট ছিল ১১৫ কোটি রুপি।  

মঙ্গলবার (৩০ জুলাই) মহারাষ্ট্র সরকার সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করে। এরপর ঋত্বিক তার টুইটারে আন্তরিক কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রীকে। তিনি লিখেছেন, ‘শ্রী দেবেন্দ্র ফড়নবিশ আমাদের সিনেমা ‘সুপার ৩০’কে শুধুমাত্র প্রশংসা করেই ক্ষান্ত হননি। তিনি একে করমুক্ত ঘোষণা করেছেন মহারাষ্ট্রে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ’

ভারতের প্রখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। পর্দায় তার চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন। পুরস্কারবিজয়ী এই গণিতবিদের জীবনীভিত্তিক সিনেমায় তার ‘সুপার ৩০’ নামক প্রকল্পের দৃশ্যায়ন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদেরকে বিশেষ যত্নে কোচিং করাতেন। তার লক্ষ্য ছিল এদেরকে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি করানো।

বিকাশ বেহেল পরিচালিত ‘সুপার ৩০’ প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যপ, সাজিদ নাদিয়াদওয়ালা ও বিক্রমাদিত্য মোতওয়ানি। মূল চরিত্রে ঋত্বিকের পাশাপাশি আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, বীরেন্দ্র সাক্সেনা, অমিত সাধ, নন্দীশ সিং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।