ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বরলিপি-সুর-গানে তালিম শুরু শুভেন্দু মাইতির

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
স্বরলিপি-সুর-গানে তালিম শুরু শুভেন্দু মাইতির

রাজশাহী: ‘স্বপ্ন দেখার সাহস কর, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি...’ স্বরলিপি, সুর আর গান দিয়ে এভাবেই ‘বাংলা গানের পরম্পরা’ অনুষ্ঠান শুরু করেছেন সঙ্গীতগুরু শুভেন্দু মাইতি। রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এখন চলছে তার সুর ও গানের চর্চা। 

কথা, উচ্চারণ ও সুর দিয়ে গানের ব্যাকরণ শেখাচ্ছেন বাংলার এ লোকসঙ্গীত গবেষক ও গণসঙ্গীত শিল্পী। শুভেন্দু মাইতির কাছ থেকে গানের তালিম নিচ্ছেন এক ঝাঁক তরুণ-তরুণী।



লোকগানের এ কাণ্ডারীকে নিয়ে ‘গল্পে গানে শুভেন্দু মাইতির সঙ্গে বাংলা গানের পরম্পরা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি ফাউন্ডেশন। বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত।  

দু’টি অধিবেশনে অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশন বিকেল ৩টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে গানের তালিম দেওয়া ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব সঙ্গীতগুরু শুভেন্দু মাইতি সঙ্গীতপ্রেমীদের সঙ্গে সঙ্গীত বিষয়ে বিশদ আলোচনা করছেন।  ‘বাংলা গানের পরম্পরা’ অনুষ্ঠানে সঙ্গীতগুরু শুভেন্দু মাইতি।  ছবি: বাংলানিউজসঙ্গীতের বিভিন্ন দিক ও কলা-কৌশল সম্পর্কে কথা বলছেন তিনি। সঙ্গীতে সুর ও স্বর প্রক্ষেপণ, মাইক্রোফোনের ব্যবহার, সংবেদনশীল ও মঞ্চের দক্ষ গায়কী অর্জনের কৌশলও শেখাচ্ছেন শুভেন্দু মাইতি। এছাড়া লোক সংস্কৃতি সংরক্ষণে নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনাও করছেন তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। চলবে রাত ৯টা পর্যন্ত। এ অধিবেশনে একক পরিবশেনার সঙ্গীতানুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়াবেন শুভেন্দু মাইতি।  

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।