ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের দক্ষিণী সিনেমায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ভারতের দক্ষিণী সিনেমায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যারা ভারতের দক্ষিণী সিনেমায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যারা

দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার ‘সিমা’ অ্যাওয়ার্ড প্রদান উৎসব অনুষ্ঠিত হলো দোহায়। তামিল, তেলুগু, মালয়ালাম ও কান্নাড়ি ভাষার সিনেমার সেরা পারফর্মারদের স্বীকৃতি ও পুরস্কার ঘোষণার এই উৎসবে মিলিত হয়েছিলেন ভারতের সব উজ্জ্বল দক্ষিণী তারকা। ১৫ ও ১৬ আগস্ট কাতারের রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়।

সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (সিমা) ২০১৯ সালে অষ্টমবারের মতো প্রদান করা হলো হলো। দক্ষিণ ভারতীয় সিনেমার শৈল্পিক ও কারিগরি দক্ষতার সেরা অর্জনকে স্বীকৃতি দিতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে তেলুগু ও কান্নাড়ি ভাষার সিনেমাসংশ্লিষ্টদের শ্রেষ্ঠ অর্জনকে পুরস্কৃত করা হয়। আর দ্বিতীয় দিনে থাকে মালয়ালাম ও তামিল সিনেমার পর্ব।  

তামিল সিনেমায় এবছর শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়েছেন ধানুষ ও তৃষা। আর সমালোচকদের পুরস্কার পেয়েছেন ঐশ্বর্য রাজেশ ও জয়ম রবি।  

‘সুদানি ফ্রম নাইজেরিয়া’ জিতেছে সেরা মালয়ালাম সিনেমার পুরস্কার। টভিনো টমাস ও ঐশ্বর্য লক্ষ্মী সেরা অভিনয়ের পুরস্কার জিতেছেন।  

এবছর তেলুগু ক্যাটাগরিতে মনোনীত সিনেমাগুলোর মধ্যে ‘রঙ্গস্থলম’, ‘ভারত আনে নেনু’, ‘অরবিন্দ সমেথ’, ‘মহানটি’ অন্যতম। ‘রঙ্গস্থলম’ সিনেমায় অভিনয়ের সুবাদে রামচরণ সেরা অভিনেতা তেলুগু পুরস্কার লাভ করেছেন। কীর্তি সুরেশ ‘মহানটি’ সিনেমায় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চরিত্রে অভিনয় করে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এই সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি এবছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন।  

বিজয় দেবেরাকোন্ডা সমালোচকদের বিচারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। তিনি ‘গীত গোবিন্দম’ ও ‘নোটা’ নামে পরপর দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন।  

যশ, কীর্তি সুরেশ ও বিজয় দেবেরাকোন্ডা জিতেছেন সেরা অভিনয়ের পুরস্কার

‘সিমা ২০১৯’ তামিল ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকা:
সেরা তামিল সিনেমা – পারিয়েরাম পেরুমল
সেরা পরিচালক – পণ্ডিরাজ (কাদাইকুট্টি সিঙ্গাম)
সেরা অভিনেতা – ধানুষ (বদা চেন্নাই)
সেরা অভিনেত্রী – তৃষা (৯৬)
সেরা অভিনেত্রী (সমালোচক) – ঐশ্বর্য রাজেশ (কুদে)
সেরা অভিনেতা (সমালোচক) – জয়ম রবি (কুদে)
সেরা সঙ্গীত পরিচালক – অনিরুদ্ধ রবিচন্দ্রন (কোলামাভু কোকিলা)
স্পেশাল জুরি পুরস্কার – কাঠির (পারিয়েরাম পেরুমল)
সেরা কমেডিয়ান – যোগী বাবু (কোলামাভু কোকিলা)

‘সিমা ২০১৯’ মালয়ালাম ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা – সুদানি ফ্রম নাইজেরিয়া
সেরা অভিনেতা – টভিনো টমাস (থীভান্ডু)
সেরা অভিনেত্রী – ঐশ্বর্য লক্ষ্মী
সেরা অভিনেতা (সমালোচক) – পৃথ্বী রাজ (কুদে)
সেরা অভিনেত্রী (সমালোচক) – তৃষা (হেই জুডে)
সেরা খল অভিনেতা – শরাফুদ্দিন (ভরথন)
সেরা কমেডিয়ান – আজু ভর্গিজ (অরবিন্দন্তে অথিধিকাল)
সেরা পরিচালক – সত্যম অন্তিক্কড় (নজান প্রকাশন)
সেরা সঙ্গীত পরিচালক – সুশিন শ্যাম (ভরথন)
সেরা সিনেমাটোগ্রাফার – গিরীশ গঙ্গাধরন (স্বতন্ত্রম অর্ধরাত্রিয়িল)

‘সিমা ২০১৯’ তেলুগু ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকা:
সেরা অভিনেতা – রামচরণ (রঙ্গস্থলম)
সেরা অভিনেত্রী – কীর্তি সুরেশ (মহানটি)
সেরা অভিনেতা (সমালোচক) – বিজয় দেবেরাকোন্ডা (গীত গোবিন্দম)
সেরা পার্শ্ব অভিনেতা – রাজেন্দ্র প্রসাদ (রঙ্গস্থলম)
সেরা পার্শ্ব অভিনেত্রী – অনসূয়া ভরদ্বাজ (রঙ্গস্থলম)
সেরা নবাগত অভিনেত্রী – পায়েল রাজপুত (আরএক্স ১০০)
সেরা কমেডিয়ান – সত্য (চলো) 
সেরা পরিচালক জনপ্রিয় সিনেমা নির্মাতা – সুকুমার (রঙ্গস্থলম)
সেরা নবাগত পরিচালক – অজয় ভূপতি (আরএক্স ১০০)
সেরা সঙ্গীত পরিচালক – দেবীশ্রী প্রসাদ
সেরা সিনেমাটোগ্রাফার – রত্নভেলু (রঙ্গস্থলম)


‘সিমা ২০১৯’ কান্নাড়ি ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকা:
সেরা অভিনেতা – যশ (কেজিএফ চ্যাপ্টার ১)
সেরা নবাগতা অভিনেত্রী – অনুপমা গৌড়া (আ করাল রাত্রি)
সেরা খল অভিনেতা – ধনঞ্জয় (তগরু)
সেরা কমেডিয়ান – প্রকাশ থুমিনর
সেরা পরিচালক – প্রশান্ত নীল (কেজিএফ চ্যাপ্টার ১)
সেরা নবাগত পরিচালক – মহেশ কুমার (অযোগ্য)

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।