ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাব্বির ও নাসার কণ্ঠে লাকী আখান্দের অপ্রকাশিত গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সাব্বির ও নাসার কণ্ঠে লাকী আখান্দের অপ্রকাশিত গান

সুরস্রষ্টা-সংগীতশিল্পী প্রয়াত লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত একটি গান ‘ফুল ফুটাবো’। গানটির গীতিকবি গোলাম মোর্শেদ। অপ্রকাশিত এই গানটি ফুয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে দ্বৈতকণ্ঠে দর্শক-শ্রোতামহলে আনছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির ও নাসা।

এ গান সম্পর্কে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের কথায় ২০০১ সালে গানটি লিখেছিলাম। সুর করেছিলেন লাকী ভাই।

কিন্তু সঙ্গত কারণে গানটি আর প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকার পর গানটি গাওয়ার সিদ্ধান্ত নিলো সাব্বির। গানটির আবেদন চিন্তা করে তার সঙ্গে গেয়েছে নাসা। দু’জনই চমৎকার গেয়েছে। আর সংগীতায়োজক ফুয়াদ নাসের বাবু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ’

পোস্টারে গান-সংশ্লিষ্টরা এই গান প্রসঙ্গে ফুয়াদ নাসের বাবু বলেন, ‘গোলাম মোর্শেদ ভাই জানালেন- এটি তার লেখা গান, লাকী ভাই সুর করেছিলেন। কিন্তু প্রকাশ্যে আসেনি। এ কথা শুনে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম, গানটি সংগীতায়োজন করার জন্য। শেষ পর্যন্ত কাজটি সুন্দরভাবেই হলো। সাব্বির-নাসা দু’জনই অসাধারণ গেয়েছে। ’

এরই মধ্যে চলন্ত ট্রেন ও সিলেটের বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যে গানটি ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন আরেফিন ইভান। আসছে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আনুষ্ঠনিকভাবে গান-ভিডিওটি প্রকাশ পাবে সাব্বিরে ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/sabbirnasiroriginal - এ। এর আগে গানটি জিপি মিউজিকের অ্যাপসে মুক্তি প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।