ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিজাফ তারকা অ্যাওয়ার্ড পেলেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
মিজাফ তারকা অ্যাওয়ার্ড পেলেন ডলি সায়ন্তনী পরিকল্পনামন্ত্রীর হাত থেকে মিজাফ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ডলি

মিডিয়া জার্নালিস্ট ফোরাম (মিজাফ) অব বাংলাদেশ তারকা অ্যাওয়ার্ড (২০১৮-১৯) পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। সংগীতে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে ডলি সায়ন্তনীসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের ৩৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বাংলানিউজকে বলেন, ‘যেকোনো প্রাপ্তিই ভালোলাগা তৈরি করে।

এ অ্যাওয়ার্ড পাওয়ার পর বন্ধু-বান্ধব এবং ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। এককথায় এ অর্জনগুলো কাজের অনুপ্রেরণা যোগায়। আমাকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করার জন্য মিজাফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ’

এই আয়োজনে চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য গুণী অভিনেতা প্রবীর মিত্রকে আজীবন সম্মাননা দেওয়া হয়। নৃত্য এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অঞ্জনা, সংগীতে ডলি সায়ন্তনী ছাড়াও শুভ্র দেব, এস ডি রুবেল, কবিতায় কুমকুম কবির প্রমুখকে মিজাফ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।