ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন এক সপ্তাহ পেছালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
শিল্পী সমিতির নির্বাচন এক সপ্তাহ পেছালো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সময় এক সপ্তাহ পেছানো হয়েছে। ১৮ অক্টোবরের পরিবর্তে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।

সমিতির বিদায়ী সভাপতি মিশা সওদাগর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে নির্বাচন কমিশনার নির্বাচনের সময় এক সপ্তাহ পেছানোর কথা আমাদের জানিয়েছেন।

সে অনুযায়ী আগামী ২৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ’ 

গত ২৪ মে শিল্পী সমিতির বিদায়ী (২০১৭-১৯) কমিটির মেয়াদ শেষ হয়েছে। আগামী ৪ অক্টোবর গত দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের প্রতিবেদন প্রকাশ ও তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এই অভিনেতা।  

নির্বাচনে দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে। একটি প্যানেলে মিশা সওদাগর ও জায়েদ খান এবং অন্য প্যানেলে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।  

এবার প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক-নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।