ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটার অঙ্গনে যোগ হলো নতুন নাট্যদল

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
থিয়েটার অঙ্গনে যোগ হলো নতুন নাট্যদল .

ঢাকা: 'এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকের উদ্বোধনী মঞ্চায়নের মধ্য দিয়ে রাজধানী ঢাকার মঞ্চে আত্মপ্রকাশ করলো নতুন নাট্যদল এম্পটি স্পেস।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। তার আগে মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এম্পটি স্পেসের উদ্বোধনী আয়োজন।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ এবং ম হামিদ। সভাপতিত্ব করেন এম্পটি স্পেস নাট্যদলের সভাপতি গোলাম শাহারিয়ার সিক্ত। এ সময় এম্পটি স্পেস নাট্যদলটির উপদেষ্টা নাট্য ব্যক্তিত্ব গোলাম সারোয়ারসহ অন্য নাট্যব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

.প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যদলের যাত্রার উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান। এসময় বিশিষ্টজনদের কথা, আর্শীবাদ আর উক্তিতে সিক্ত হয় নতুন এই নাট্যদলটি।

উদ্বোধনী পর্বে নাট্যজন আতাউর রহমান বলেন, মঞ্চনাটক আমাদের মনের কথাটাকে, ভাবটাকে মঞ্চে উপস্থাপন করে মনের মতো করে। সে ধারার মধ্য দিয়ে নতুন এই নাট্যদলটি সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। মঞ্চ নাটকের জয় হোক, এম্পটি স্পেসের জয় হোক।

.নতুন নাট্যদলের মঙ্গল কামনা করে নাট্যজন মামুনুর রশীদ ও ম হামিদ বলেন, তারুণ্য নির্ভর নাট্যদল এম্পটি স্পেস। নতুন উদ্দীপনায়, নতুন চিন্তা ও দর্শন নিয়ে আত্মপ্রকাশ তাদের। মানব ও জীব জগতের আনন্দ ও অনুভূতিকে জাগ্রত করুক, নতুন নতুন নাটকের মধ্য দিয়ে দর্শকদের ভিন্ন ধারার স্বাদ দিক এম্পটি স্পেস, এমনটাই প্রত্যাশা আমাদের।

উদ্বোধনী আয়োজনের পরই মঞ্চস্থ হয় 'এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট'। সাইমন জাকারিয়া রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন নূর জামান রাজা। নাটকের মঞ্চসজ্জা, আলোক, পোশাক পরিকল্পনাসহ আবহ সঙ্গীত পরিকল্পনাও করেছেন তিনি।

.উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্যা ট্রাজেডি অব রোমিও এন্ড জুলিয়েট’ এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে লেখা হয়েছে ‘এ নিউ টেষ্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’ নাটকটি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি। যিনি পূর্ণিমা রাতে কবর স্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা আর এই ঘটনা চক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সব শেষে শেক্সপিয়র।

.নাটক সম্পর্কে নাট্যকার সাইমন জাকারিয়া বলেন, আমাদের সমাজ, রাষ্ট্র এখনো ফাদার ফায়ারের মতো মুখোশধারী ধর্মচারীদের পৃষ্ঠপোষকতা করে আসছে। এই নাটকের মধ্য দিয়ে শিল্পিত সুষমায় শুধু উইলিয়াম শেক্সপিয়ারকে নয়, আমাদের সময়কেও ধারণ করেছি। একদিন নতুন আরেক কবি এসে এই নাটকের ধারাবাহিকতায় এর প্রধান চরিত্রের পর্যবেক্ষণীয় দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আমাদের সময়ের প্রতিষ্ঠিত চরিত্রগুলোকেও চিনিয়ে দেবেন। সেই প্রত্যাশার পূর্ণিমার আলো জ্বেলে আবার আমরা ফিরে যাবো সমাধিক্ষেত্রের প্রাকৃতিক মায়ায়।

.নাটকের নির্দেশক নূর জামান রাজা বলেন, চিরপরিচিত রোমিও জুলিয়েটের প্রেমাখ্যান ও ট্রাজেডি একটি নতুন পরিপ্রেক্ষিত থেকে নাট্যকার উপস্থাপন করেছেন, যেখানে সমস্ত সংশয় ভেঙে কাজ করা হয়েছে। নাটকটির ভাবনাগত গভীরতা অনেক এবং তা সকলকেই বিভিন্নভাবে অনুপ্রাণিত করে তুলবে বলে আশা করি। তবে একেক জন একেক ভাবে, ভিন্ন জায়গা থেকে টেক্সট দেখবেন, এখানেইতো শিল্পের সৌন্দর্য।

নাটকটিতে অভিনয় করছেন গোলাম শাহারিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুর জামান রাজা, লোবা আহম্মেদ, ফকির বিপ্লব, সরদার বাপ্পি এবং শুভ্র আহম্মেদ। ২৯ সেপ্টেম্বর (রোববার) উদ্বোধনী মঞ্চায়নের পর ৩০ সেপ্টেম্বর (সোমবার) একই মঞ্চে অনুষ্ঠিত হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এইচএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।